পঞ্চম থেকে অষ্টম শ্রেনির ছাত্রদের অভিভাবকদের উদ্যেশ্যে জানানো হছে এই মাসের MIDDAY MEAL সামগ্রী নিম্নলিখিত সূচি মেনে দেওয়া হবে।
সময় সূচি
07/07/21 বুধবার ১১টা থেকে ১:৩০টা পঞ্চম শ্রেণি
07/07/21 বুধবার ১-৩০টা থেকে 3.00টে ষষ্ঠ শ্রেণি
08/07/21 বৃহস্পতিবার ১১টা থেকে ১:৩০টা সপ্তম শ্রেণি
08/07/21 বৃহস্পতিবার ১-৩০ টা থেকে 3.00টে অষ্টম শ্রেণি
10/07/21 শনিবার ১১টা থেকে ২:00 ট পঞ্চম থেকে অষ্টম শ্রেণি
মিড-ডে-মিল নিতে আসার সময় কোভিড বিধি মেনে চলা বাধ্যতামূলক।
- কেবলমাত্র অভিভাবক আসবেন।
- অবশ্যই মাস্ক পরে আসবেন।মাস্ক ছাড়া বিদ্যালয়ে প্রবেশ কঠোর ভাবে নিষিদ্ধ।
- বাড়িতে কেউ কোভিড রোগের উপসর্গ যুক্ত হলে বা পাশাপাশি কেউ আক্রান্ত হলে বিদ্যালয়ে আসবেন না।
- পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ও অনলাইন ক্লাস চালু হয়েছে।যাদের নাম গ্রুপে নেই তারা বিদ্যালয়ে এসে মোবাইল নম্বর দিয়ে যাবেন।
বিদ্যালয়ে প্রবেশের পূর্বে অবশ্যই হাত ভাল করে ধুয়ে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করুণ।