Madhyamik Index No - B2 018, H.S. Code - 103049

NOTICE

THIS IS FOR ALL STUDENT OF CLASS IX . THE ACTIVITY TASK FOR THIS MONTH WILL BE DISTRIBUTED FROM THE SCHOOL OFFICE ON 23RD JULY AND 26TH JULY . ALL GUARDIANS ARE REQUESTED TO COLLECT IT FROM SCHOOL ,MAINTAINING SOCIAL DISTANCING AS WELL AS ALL COVID19 PROTOCOLS.

NOTICE

এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে,২০২১ সালে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে Online পদ্ধতিতে আবেদন করতে হবে।এই আবেদন মোবাইলের মাধ্যমেও করা যাবে।উক্ত উপায়ে আবেদন করতে নিম্নলিখিত তিনটি ধাপ অবলম্বন করতে হবেঃ

ধাপ ১. বিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে Admission To XI এ ক্লিক করতে হবে।সেখানে যে ফর্ম থাকবে তা ফিলাপ করতে হবে।ফর্ম সাবমিট করার আগে ভাল করে মিলিয়ে নেবে।এরপর ফর্ম সাবমিট করবে।ফর্ম submit করার পর আর পরিবর্তন করা যাবে না ।এরপর পূরণ করা ফর্মের একটি PDF ডাউনলোড করে তার প্রিন্ট-আউট বিদ্যালয়ে জমা দিতে হবে।

ধাপ ২. ফর্ম জমা দেওয়ার সময় (ছাত্র,বাবা/মা-এর) আধার কার্ডের জেরক্স,মাধ্যমিকের অ্যাডমিট,মার্কশিটের জেরক্স, SC/ST/OBC হলে Caste Certificate এর জেরক্স জমা দিতে হবে।

ধাপ ৩. নির্দিষ্ট তারিখের মধ্যে ফর্ম জমা না দিলে ফর্ম বাতিল বলে গন্য হবে।জমা দেওয়া ফর্মকে Complete Status দেওয়া হবে।শুধুমাত্র Complete ফর্মগুলিকেই ভর্তির জন্য বিবেচনা করা হবে।

Fees for website access is rupees 50.

Online Application এর তারিখঃ ২১/০৭/২১ থেকে ২৫/০৭/২১ পর্যন্ত

ফর্ম জমা দেওয়ার তারিখঃ ২৬/০৭/২১ সকাল ১১.৩০টা থেকে ১.৩০টা

বিজ্ঞপ্তি

দশম শ্রেণির ছাত্রদের সবুজ সাথীর সাইকেল আগামি ১৯/০৭/২১ তারিখে বারাসাত পুরসভা থেকে দেওয়া হবে ।সময় সকাল ১১ টা ( আগের বার যেখানে দেওয়া হয়। যারা পাও নি কেবল মাত্র তারাই যাবে। কিশলয় হোমের বিপরীত দিকে।

বিজ্ঞপ্তি

পঞ্চম থেকে অষ্টম শ্রেনির ছাত্রদের অভিভাবকদের উদ্যেশ্যে বিজ্ঞপ্তি।

এ মাসের টাস্ক জমা নেওয়া হবে এই মাসের MIDDAY MEAL দেওয়ার দিন।

০৬/০৭/২১ ০৭/০৭/২১ ও ১০/০৭/২১ তারিখে ।

বিজ্ঞপ্তি

পঞ্চম থেকে অষ্টম শ্রেনির ছাত্রদের অভিভাবকদের উদ্যেশ্যে জানানো হছে এই মাসের MIDDAY MEAL সামগ্রী নিম্নলিখিত সূচি মেনে দেওয়া হবে।

সময় সূচি

07/07/21 বুধবার ১১টা থেকে ১:৩০টা পঞ্চম শ্রেণি
07/07/21 বুধবার ১-৩০টা থেকে 3.00টে ষষ্ঠ শ্রেণি
08/07/21 বৃহস্পতিবার ১১টা থেকে ১:৩০টা সপ্তম শ্রেণি
08/07/21 বৃহস্পতিবার ১-৩০ টা থেকে 3.00টে অষ্টম শ্রেণি

10/07/21 শনিবার ১১টা থেকে ২:00 ট পঞ্চম থেকে অষ্টম শ্রেণি

মিড-ডে-মিল নিতে আসার সময় কোভিড বিধি মেনে চলা বাধ্যতামূলক।

  • কেবলমাত্র অভিভাবক আসবেন।
  • অবশ্যই মাস্ক পরে আসবেন।মাস্ক ছাড়া বিদ্যালয়ে প্রবেশ কঠোর ভাবে নিষিদ্ধ।
  • বাড়িতে কেউ কোভিড রোগের উপসর্গ যুক্ত হলে বা পাশাপাশি কেউ আক্রান্ত হলে বিদ্যালয়ে আসবেন না।
  • পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ও অনলাইন ক্লাস চালু হয়েছে।যাদের নাম গ্রুপে নেই তারা বিদ্যালয়ে এসে মোবাইল নম্বর দিয়ে যাবেন।

বিদ্যালয়ে প্রবেশের পূর্বে অবশ্যই হাত ভাল করে ধুয়ে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করুণ।