এতদ্দ্বারা বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকল ছাত্রদের জানানো যাচ্ছে,আজ(২৫/০৫/২০২২)মঙ্গলবার থেকে ০৪/০৬/২০২২ তারিখ শনিবার পর্যন্ত শিক্ষাশ্রী(SC,ST,OBC) ফর্ম দেওয়া হবে।রাজেশ স্যারের কাছ থেকে নিতে হবে অথবা নিজেরা জেরক্স করে নেবে।
ফর্মের সাথে দিতে হবে-
- জন্ম সার্টিফিকেটের জেরক্স।
- ইনকাম সার্টিফিকেট(পঞ্চায়েত বা পৌরসভা প্রদত্ত)
- স্থায়ী বাসিন্দার প্রমাণ
- আধার কার্ডের জেরক্স
- ব্যাঙ্কের পাস বইয়ের জেরক্স
- বিদ্যালয়ে ভর্তির রসিদ
- বিগত বছরের মার্কশিট।
বিঃদ্রঃ-মুসলিম ছাত্ররা মাইনোরিটি ফর্ম(ঐক্যশ্রী)পূরণ করবে।একজন ছাত্র একটি স্কলারশিপের আবেদন করতে পারবে।
অন্যকোন সহায়তায়ঃ৯০৪৬৮৪৯৪৫৯,/৯৮৭৪৮৬২৩৬০