Madhyamik Index No - B2 018, H.S. Code - 103049

NOTICE

এতদ্দ্বারা বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকল ছাত্রদের জানানো যাচ্ছে,আজ(২৫/০৫/২০২২)মঙ্গলবার থেকে ০৪/০৬/২০২২ তারিখ শনিবার পর্যন্ত শিক্ষাশ্রী(SC,ST,OBC) ফর্ম দেওয়া হবে।রাজেশ স্যারের কাছ থেকে নিতে হবে অথবা নিজেরা জেরক্স করে নেবে।  

ফর্মের সাথে দিতে হবে-

  • জন্ম সার্টিফিকেটের জেরক্স।
  • ইনকাম সার্টিফিকেট(পঞ্চায়েত বা পৌরসভা প্রদত্ত)
  • স্থায়ী বাসিন্দার প্রমাণ
  • আধার কার্ডের জেরক্স
  • ব্যাঙ্কের পাস বইয়ের জেরক্স
  • বিদ্যালয়ে ভর্তির রসিদ
  • বিগত বছরের মার্কশিট।

বিঃদ্রঃ-মুসলিম ছাত্ররা মাইনোরিটি ফর্ম(ঐক্যশ্রী)পূরণ করবে।একজন ছাত্র একটি স্কলারশিপের আবেদন করতে পারবে। 

অন্যকোন সহায়তায়ঃ৯০৪৬৮৪৯৪৫৯,/৯৮৭৪৮৬২৩৬০                                                                                                                    

                                  

Notice

এতদ্দ্বারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকদের জানানো যাচ্ছে যে এমাসের মিডডে মিল হবে নিম্নলিখিত সূচি অনুযায়ী-

DATECLASSTIME
27/05/22V-VI11 AM -2.00PM
28/05/22VII-VIII11 AM -2.00PM
31/05/22V-VIII11 AM -2.00PM

NOTICE

আগামী ২৫/০৫/২২ তারিখে ১২ থেকে ১৪ বছর বয়সী ছাত্রদের vaccine এর 2nd dose দেওয়া হবে। সকলকে ১১ টা ৩০ মিনিট এর মধ্যে বিদ্যাপীঠে উপস্থিত হতে বলা হচ্চে । যারা ১ম dose পায় নি তাদের প্রথম dose দেওয়া হবে আধার কার্ড এবং একটি মোবাইল নিয়ে আসতে হবে।

Notice

আগামী ১২/০৫/২২ তারিখে যে vaccine দেবার কর্মসূচী ছিল তা ( vaccine দেবার কাজে যুক্ত আধিকারিকদের নির্দেশ ক্রমে) বাতিল করা হল। দিন পরে জানিয়ে দেওয়া হবে।

আগামী কাল ১২/০৫/২২ তারিখে vaccine দেওয়া হবে না।

Notice

আগামী ১২/০৫/২২ তারিখে ১২ থেকে ১৪ বছর বয়সী ছাত্রদের vaccine এর 2nd dose দেওয়া হবে। সকলকে ১১ টা ৩০ মিনিট এর মধ্যে বিদ্যাপীঠে উপস্থিত হতে বলা হচ্চে । যারা ১ম dose পায় নি তাদের প্রথম dose দেওয়া হবে আধার কার্ড এবং একটি মোবাইল নিয়ে আসতে হবে।