Madhyamik Index No - B2 018, H.S. Code - 103049

বিজ্ঞপ্তি

নবম শ্রেণীর ছাত্রদের জানানো যাচ্ছে আগামী 31/07 /2024 তারিখের মধ্যে বিদ্যালয়ে এসে রেজিস্ট্রেশন করে যেতে হবে।

বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করে বিশদ জানা যাবে।।রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় জানা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়া যাবে উত্তম বাবুর কাছে সময় 1.30 PM থেকে 2.30 PM

।। নোটিশ । ।

যে সমস্ত ছাত্র এখনও ব্যাংক একাউন্ট জমা দাও নি ট্যাব এর টাকা হয়তো পাবে না।নোটিশ বোর্ড এ নাম লেখা আছে যাদের একাউন্ট নম্বর পাওয়া যায় নি ।Bicki samui নিজের একাউন্ট দেয় নি সেও পাবে না।সকলের নাম নোটিশ বোর্ড এ আছে।

বিদ্যালয় কোনো ভাবেই দায়ী থাকবে না।

সমস্ত ছাত্রদের এত বার বলা সত্ত্বেও যারা ব্যাংক ডিটেইল জমা দেয় নি তারা ট্যাব এর টাকা পাবে না।যারা ডিক্লারেশন জমা দেয় নি তারাও পাবে না।এবং পরবর্তী ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

। নোটিশ।

একাদশ শ্রেণির ছাত্র দের জানানো যাচ্ছে যারা এখনো রেজিস্ট্রেশন করেনি তারা আগামী কাল 08/07/24 .

সোমবার এসে রেজিস্ট্রেশন করে যাবে ।

রেজিস্ট্রেশন না করলে একাদশ শ্রেণীতে পরীক্ষা দেওয়া যাবে না।

না করলে বিদ্যালয় কর্তৃ পক্ষ দায়ী থাকবে না।