এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে,২০২১ সালে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে Online পদ্ধতিতে আবেদন করতে হবে।এই আবেদন মোবাইলের মাধ্যমেও করা যাবে।উক্ত উপায়ে আবেদন করতে নিম্নলিখিত তিনটি ধাপ অবলম্বন করতে হবেঃ
ধাপ ১. বিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে Admission To XI এ ক্লিক করতে হবে।সেখানে যে ফর্ম থাকবে তা ফিলাপ করতে হবে।ফর্ম সাবমিট করার আগে ভাল করে মিলিয়ে নেবে।এরপর ফর্ম সাবমিট করবে।ফর্ম submit করার পর আর পরিবর্তন করা যাবে না ।এরপর পূরণ করা ফর্মের একটি PDF ডাউনলোড করে তার প্রিন্ট-আউট বিদ্যালয়ে জমা দিতে হবে।
ধাপ ২. ফর্ম জমা দেওয়ার সময় (ছাত্র,বাবা/মা-এর) আধার কার্ডের জেরক্স,মাধ্যমিকের অ্যাডমিট,মার্কশিটের জেরক্স, SC/ST/OBC হলে Caste Certificate এর জেরক্স জমা দিতে হবে।
ধাপ ৩. নির্দিষ্ট তারিখের মধ্যে ফর্ম জমা না দিলে ফর্ম বাতিল বলে গন্য হবে।জমা দেওয়া ফর্মকে Complete Status দেওয়া হবে।শুধুমাত্র Complete ফর্মগুলিকেই ভর্তির জন্য বিবেচনা করা হবে।
Fees for website access is rupees 50.
Online Application এর তারিখঃ ২১/০৭/২১ থেকে ২৫/০৭/২১ পর্যন্ত
ফর্ম জমা দেওয়ার তারিখঃ ২৬/০৭/২১ সকাল ১১.৩০টা থেকে ১.৩০টা