Madhyamik Index No - B2 018, H.S. Code - 103049

NOTICE

এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে,আজ থেকে সত্যভারতী বিদ্যাপীঠে পঞ্চম থেকে নবম শ্রেনিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে।পূরণ করা ফর্মের প্রিন্ট আউট বিদ্যালয়ে জমা দিতে হবে ০২/১২/২৪ থেকে ০৪/১২/২০২৪ তারিখ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ফর্মের সঙ্গে যাবতীয় প্রমানের জেরক্স জমা দিতে হবে।

বিস্তারিত জানার জন্য বিদ্যালয়ে যোগাযোগ করুন।

ফর্ম পূরণের সময় বাংলার শিক্ষা পোর্টাল আই ডি পূরণ করতেই হবে।

NOTICE

আগামী ৭/১১/২০২৪ এবং ৮/১১/২০২৪ ছট

পুজোর জন্য বিদ্যালয়ে ছুটি থাকবে।

URGENT NOTICE

একাদশ এবং দ্বাদশ শ্রেনীর ছাত্রদের জানানো যাচ্ছে আগামী 27/08/24 তারিখে বিদ্যালয়ের অফিস ঘরে এসে ব্যাংক Account Detail দিয়ে যাবে যারা এখনো দাও নি।

যারা দিয়ে গেছো তারা ওইদিন এসে একাউন্ট ঠিক আছে কি না চেক করে যাবে । মনে রাখবে সকলের account যেনো Active থাকে। ব্যাংক একাউন্ট এ কিছু টাকা জমা রেখে দেবে ।সবার নাম ঠিক আছে কি দেখে যাবে।পরে আর কোনো উপায় থাকবে না নতুন করে অ্যাড করার।

Class XI

ATANU ROY ROLL 82

RAJA KHARIA 89

SUJAY SIL 114

VISHAL SINGH

এদের ব্যাংক account detail নেই

এটা ছাড়াও আর 5 জনের ব্যাংক ডিটেইল না থাকার কারণে একাউন্ট deactivated।

যদি জমা দিয়ে যাও তাহলে একাউন্ট এক্টিভেট করে দেওয়া যাবে

বিজ্ঞপ্তি

নবম শ্রেণীর ছাত্রদের জানানো যাচ্ছে আগামী 31/07 /2024 তারিখের মধ্যে বিদ্যালয়ে এসে রেজিস্ট্রেশন করে যেতে হবে।

বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করে বিশদ জানা যাবে।।রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় জানা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়া যাবে উত্তম বাবুর কাছে সময় 1.30 PM থেকে 2.30 PM

।। নোটিশ । ।

যে সমস্ত ছাত্র এখনও ব্যাংক একাউন্ট জমা দাও নি ট্যাব এর টাকা হয়তো পাবে না।নোটিশ বোর্ড এ নাম লেখা আছে যাদের একাউন্ট নম্বর পাওয়া যায় নি ।Bicki samui নিজের একাউন্ট দেয় নি সেও পাবে না।সকলের নাম নোটিশ বোর্ড এ আছে।

বিদ্যালয় কোনো ভাবেই দায়ী থাকবে না।

সমস্ত ছাত্রদের এত বার বলা সত্ত্বেও যারা ব্যাংক ডিটেইল জমা দেয় নি তারা ট্যাব এর টাকা পাবে না।যারা ডিক্লারেশন জমা দেয় নি তারাও পাবে না।এবং পরবর্তী ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

। নোটিশ।

একাদশ শ্রেণির ছাত্র দের জানানো যাচ্ছে যারা এখনো রেজিস্ট্রেশন করেনি তারা আগামী কাল 08/07/24 .

সোমবার এসে রেজিস্ট্রেশন করে যাবে ।

রেজিস্ট্রেশন না করলে একাদশ শ্রেণীতে পরীক্ষা দেওয়া যাবে না।

না করলে বিদ্যালয় কর্তৃ পক্ষ দায়ী থাকবে না।

NOTICE

একাদশ শ্রেনির ছাত্রদের আগামী মঙ্গল বার 18/06/24 তারিখ এ বিদ্যালয়ে এসে রেজিস্ট্রেশন করে যেতে বলা হচ্ছে। যে সমস্ত ছাত্র TC জমা দেয় নি তাদের ওই দিন TC জমা দিতে হবে।

রেজিস্টরেশন এর জন্য যে সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে হবে:

  1. MP admit card এর ফটোকপি
  2. এমপি মার্কশিট ফটোকপি
  3. School uniform এ তোলা colour পাসপোর্ট ফটো।
  4. এবং রেজিস্ট্রেশন এবং পরীক্ষা বাবদ 320 টাকা

NOTICE

ক্লাস XII এর ছাত্রদের জানানো যাচ্ছে তাদের প্রত্যেকে এসে অফিস থেকে দেখে যাবে তাদের ।বাংলার শিক্ষা পোর্টালে সঠিক ব্যাংক একাউন্ট নম্বর অ্যাড করা আছে কি না।যদি একাউন্ট নম্বর ভুল থাকে তাহলে ঠিক করে নেবে । পরে বিদ্যালয় দায়ী থাকবে না।অফিসে এসে দেখার সময় আগামী বৃহস্পতি বার 20/06/24

একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি

সকল কে অবগত করা হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ফর্ম online পুরন করে প্রিন্ট আউট নিয়ে জমা দেবে আগামী 10 তারিখ সকাল10.30 am থেকে 12 noon এর মধ্যে বিদ্যালয়ের অফিস রুম এ জমা দেবে

ফর্ম এর প্রক্রিয়া করন বাবদ ১০০ টাকা জমা দিতে হবে।

বিজ্ঞান বিভাগে এবং কলা বিভাগে ভর্তি হওয়া যাবে

যারা ইংলিশ মিডিয়াম এ ভরতি হতে চাও তারা ফর্ম এ ইংলিশ মিডিয়াম পছন্দ করবে।

ভর্তির তারিখ সময় জানতে ওয়েবসাইট দেখবে।

যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবেঃ

১) Marksheet & admit photo copy

2) aadhar card (student and guardian both )photocopy

3) passport photo one copy

4)bank account proof