এতদ্দ্বারা সকল মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের জানানো যাচ্ছে যে,আজ বিকেল ৫টা থেকে সত্যভারতী বিদ্যাপীঠের ওয়েবসাইট www.bsbvp.com থেকে একাদশ শ্রেণিতে ভর্তির ফর্ম পূরণ করা যাবে।উপযুক্ত ভাবে ফর্ম পূরণের পর যাবতীয় সার্টিফিকেটের জেরক্স কপি সহ পূরণ করা ফর্মের হার্ডকপি বিদ্যালয়ে জমা দিতে হবে।
ফর্ম জমা দেওয়ার সময় ফর্মের সাথে দিতে হবে-
• মাধ্যমিক পরীক্ষার মার্কশিট
• মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড
• আধার কার্ডের জেরক্স
• ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স
• ফর্ম প্রসেসিং ফি বাবদ ৬০ টাকা ।
পূরণ করা ফর্ম জমা দেওয়ার তারিখ-০৬/০৬/২২ সকাল ১১টা থেকে ১.৩০টা পর্যন্ত