Madhyamik Index No - B2 018, H.S. Code - 103049

Notice For Reopening of School

সকলের অবগতির জন্য জানান হচ্চে যে পশ্চিমবঙ্গ  সরকারের নির্দেশ এবং পশ্চিমবঙ্গ মাধ্যামিক শিক্ষা পর্ষদের   Advisory অনুসারে আগামী  03/02/22 থেকে বিদ্যা পীঠ এ অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির  ছাত্রদের বিদ্যা পীঠে শ্রেণীকক্ষে পাঠদান  শুরু হবে । পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পাড়ায় শিক্ষালয় কর্মসূচী বিদ্যালয়ের প্রাঙ্গনে নির্দিষ্ট নিয়ম মেনে হবে । বিশদ জানতে স্কুল এর নোটিশ বোর্ড দেখতে হবে। এবং স্কুল এর whatsappgroup দেখতে হবে ।

১) মাস্ক পরা বাধ্যতা মূলক।

২) পা ঢাকা জুতো পরে আসতে হবে ।

৩) টিফিন আনতে হবে ।

৪) জলের বোতল সঙ্গে আনতে হবে ।

৫) সঙ্গে একটি SANITIZER    রাখতে হবে ।

৬) প্রত্যেকে নিজের বই ও অন্যান্য  লিখন ও  পঠন সামগ্রী সঙ্গে আনবে ।

৭) বাড়িতে কারও শরীর খারাপ হলে বিদ্যালয়ে আসবে  না ।

ভর্তির বিজ্ঞপ্তি

এতদ্দ্বারা সত্যভারতী বিদ্যাপীঠের পঞ্চম শ্রেনি থেকে দশম শ্রেনি পর্যন্ত ছাত্রদের জানানো যাচ্ছে যে ,যারা নির্দিষ্ট তারিখে ভর্তি হতে পারেনি এবং যারা নতুন ভর্তির ফর্ম পূরণ করেছ তাদের সকলের ভর্তির তারিখ আগামী ২৮/০১/২০২২ (শুক্রবার)।

সময়ঃ১১.৩০টা থেকে দুপুর ১.৩০টা।

NOTICE

এতদ্বারা বিদ্যাপীঠের  নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রদের জানানো হচ্ছে যে যাদের জন্ম(Date of birth) 31.12.2007 এর আগে সেই সকল ছাত্রদের জন্য আগামী 13.01.2022 তারিখে সকাল সাড়ে দশটায় (10:00am)  বিদ্যালয় প্রাঙ্গনে  COVID Vaccination Camp আনুষ্ঠিত হবে।উক্ত Camp এ উপস্থিত থাকার সময় সকল ছাত্র অবশ্যই COVID বিধি মেনে আসবে, এবং সঙ্গে Adhaar অথবা  Ration card নিয়ে আসবে।

নতুন ভর্তির বিজ্ঞপ্তি

এতদ্বারা যারা পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে পারেনি এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির নতুন ছাত্রদের (অন্য বিদ্যালয়ের) জানানো হচ্ছে যে আগামী ০৪/০১/২০২২ তারিখ সকাল ১১.৩০টা থেকে বেলা ১.৩০টা অবধি ২০২২ শিক্ষাবর্ষের ভর্তি হবে। ভর্তির সময় আগের বিদ্যালয় থেকে শিক্ষা পোর্টাল থেকে প্রদত্ত T.C.(আসল), প্রগতি পত্র, ছাত্র এবং ছাত্রের পিতা মাতার আধার কার্ড, ছাত্রের জন্মের প্রমান পত্র আসল ও ফটোকপি নিয়ে আসতে হবে।

এতদ্দ্বারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকদের জানানো যাচ্ছে যে এমাসের মিডডে মিল হবে নিম্নলিখিত সূচি অনুযায়ী-

DATE CLASS & TIME CLASS & TIME
01/01/22V ,11.30AM -1.30PMVI ,1.30 PM -3PM
02/01/22VII,11.30AM-1.30PMVIII,1.30PM-3PM
03/01/22ALL CLASS(V-VIII) 11.30AM To 2.30 PM

                                                                                                                                                আদেশানুসারে,

বিদ্যালয়ে পাঠরত ছাত্রদের ভর্তির বিজ্ঞপ্তি

এতদ্বারা নবম ও দশম শ্রেণির ছাত্রদের জানানো হচ্ছে যে আগামী ০৩/০১/২০২২ তারিখ সকাল ১১.৩০টা থেকে বেলা ১.৩০টা অবধি ২০২২ শিক্ষাবর্ষের ভর্তি হবে। ভর্তির সময় ২০২১ শিক্ষাবর্ষের ভর্তির রসিদ এবং প্রগতি পত্র নিয়ে আসতে হবে।

এতদ্বারা সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্রদের জানানো হচ্ছে যে আগামী ১০/০১/২০২২ তারিখ সকাল ১১.৩০টা থেকে বেলা ১.৩০টা অবধি ২০২২ শিক্ষাবর্ষের ভর্তি হবে। ভর্তির সময় ২০২১ শিক্ষাবর্ষের ভর্তির রসিদ এবং প্রগতি পত্র নিয়ে আসতে হবে।

এতদ্বারা ষষ্ঠ শ্রেণির ছাত্রদের জানানো হচ্ছে যে আগামী 04/01/2022 তারিখ সকাল ১১.৩০টা থেকে বেলা ১.৩০টা অবধি ২০২২ শিক্ষাবর্ষের ভর্তি হবে। ভর্তির সময় ২০২১ শিক্ষাবর্ষের ভর্তির রসিদ এবং প্রগতি পত্র নিয়ে আসতে হবে।

নতুন ভর্তির বিজ্ঞপ্তি

এতদ্বারা ষষ্ঠ থেকে নবম শ্রেণির নতুন ছাত্রদের(অন্য বিদ্যালয়ের) জানানো হচ্ছে যে আগামী ০৪/০১/২০২২ তারিখ সকাল ১১.৩০টা থেকে বেলা ১.৩০টা অবধি ২০২২ শিক্ষাবর্ষের ভর্তি হবে। ভর্তির সময় আগের বিদ্যালয় থেকে শিক্ষা পোর্টাল থেকে প্রদত্ত T.C.(আসল), প্রগতি পত্র, ছাত্র এবং ছাত্রের পিতা মাতার আধার কার্ড, ছাত্রের জন্মের প্রমান পত্র আসল ও ফটোকপি নিয়ে আসতে হবে।

বিদ্যালয়ে পাঠরত ছাত্রদের সাইকেল প্রদান

আগামীকাল বেলা(৩০/১২/২১,বৃহস্পতিবার) ১২টা থেকে নবম শ্রেণির ছাত্রদের বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সবুজসাথী প্রকল্পের সাইকেল দেওয়া হবে। সাথে ২কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো নিয়ে আসতে হবে।

বিঃদ্রঃ-দশম শ্রেণিতে পাঠরত যে সব ছাত্র সাইকেল পায়নি তারাও আগামীকাল (৩০/১২/২১,বৃহস্পতিবার) বিদ্যালয়ে এসে সবুজসাথী প্রকল্পের সাইকেল নিয়ে যাবে।সাইকেল নিতে আসার সময় বিদ্যালয়ে ভর্তির রসিদ নিয়ে আসবে।

//বিজ্ঞপ্তি//

এতদ্দ্বারা পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রদের জানানো যাচ্ছে যে,আগামী ৩০/১২/২০২১ ,বৃহঃস্পতিবার তাদের বার্ষিক ফলাফল প্রকাশিত হবে।পাশাপাশি হাতে প্রগতিপত্র(Marksheet) দেওয়া হবে।

বিঃদ্রঃ-১)পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত Result (Evaluation score card)নিতে আসবেন অভিভাবকগণ।

২)নবম শ্রেণির ছাত্ররা Result( (Evaluation score card) নিতে আসবে।

৩)রেজাল্ট দেওয়া হবে সকাল ১১.৩০টা থেকে।

৪)আসার সময় অবশ্যই কোভিড বিধি মেনে আসবেন।

৫)রেজাল্ট নিতে আসার সময় সকলে মাইনে দেওয়ার রসিদ আসবেন

NO MASK NO ENTRY

এতদ্দ্বারা দ্বাদশ শ্রেণির ছাত্রদের জানানো যাচ্ছে যে,তাদের নন-ল্যাব বিষয়ের প্রজেক্টগুলি আগামী ২২/১২/২০২১ তারিখ বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত জমা নেওয়া হবে।

প্রতি প্রজেক্টে নাম ,শ্রেণি,রোল নং,বিষয় এবং রেজিস্ট্রেশন নম্বর স্পষ্ট ভাবে লিখে দেবে ।