ওম্‌ সহনৌ ববতু সহনৌ ভূনক্তু
সহ বীর্য করবাবহৈ!তেজস্বীনাম্‌ অধীতম্‌ অস্তু।
মা বিদ্বিষা বহৈ।

উপনিষদের সময়কাল থেকে থেকেই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ছাত্র কেন্দ্রীক। আধুনিক বিশ্ব যে Student Centric শিক্ষার কথা বলে তার প্রচলন ভারতবর্ষে ছিল অনেক আগে থেকেই।
নতুন আশা,নতুন আকাঙ্ক্ষা। সকলের মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয় একদিন তার স্বকীয় ভাবমূর্তি মেলে ধরতে সক্ষম হবে। তারজন্য যা প্রয়োজন তা হল – ১) শান্তি, ২) শৃঙ্খলা ও সংযম। আশাকরি সকলের প্রচেষ্টা একদিন সফল হবে। আমি ‘জড়’ বিজ্ঞানের মানুষ। জড় ধর্ম কাজে লাগিয়ে প্রকৃতি কাজ করে।

উপনিষদের ভাষায় –
ভয়াদস্যাগ্নিস্তগতি ভয়াত্তঃপতিসূর্য
ভয়াদিন্দ্রশ্চ বায়ুশ্চ মৃতুর্ধাবতি পঞ্চমঃ

আগুনকে জ্বলতেই হবে। মেঘ ও বর্ষণ করতে বাধ্য।বায়ুকে প্রবাহিত হতেই হবে। মৃত্যুকে সকলে গালিগালাজ করলেও সে আপন কাজ করতে থাকে। মানুষ কাজ করে তার “আপনার আনন্দে আপনাতে পর্যাপ্ত” থাকার জন্য। মানুষ জানে –
সবং পরবশং দুঃখ,সর্বমাত্মাবশং সুখ।
পরের বশেই দুঃখ,আপনাতেই সুখ।
রবীন্দ্রনাথের কথায় যে শিক্ষা অন্তরের অমৃত তার দ্বারা আমরা মৃত্যুর হাত এড়াইব।
সকলকে শুভেচ্ছা ও সর্বশান্তি কামনা করি।


গৌর সুন্দর গোস্বামী

GOUR SUNDAR GOSWAMI H.M
প্রধান শিক্ষক