//2022 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার্থীদের PPS বা PPR বিষয়ক বিজ্ঞপ্তি//
এতদ্দ্বারা মাধ্যমিক উত্তীর্ণ বা অনুত্তীর্ণ ছাত্রদের জানানো যাছে যে,যারা ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে তারা PPS করতে পারবে।প্রতি বিষয়ের জন্য ৫০ টাকা লাগবে।যারা ফেল করেছে তারা PPR করতে পারবে।তাদের ক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য ৬০টাকা লাগবে।
ইচ্ছুক ছাত্ররা বিদ্যালয়ে জমা দেবে
- মার্কশিটের জেরক্স
- এডমিট কার্ডের জেরক্স
সময়ঃ-আগামী ৬/০৬/২০২২ সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত জমা নেওয়া হবে।