সকলের অবগতির জন্য জানান হচ্চে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ এবং পশ্চিমবঙ্গ মাধ্যামিক শিক্ষা পর্ষদের Advisory অনুসারে আগামী 03/02/22 থেকে বিদ্যা পীঠ এ অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রদের বিদ্যা পীঠে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে । পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পাড়ায় শিক্ষালয় কর্মসূচী বিদ্যালয়ের প্রাঙ্গনে নির্দিষ্ট নিয়ম মেনে হবে । বিশদ জানতে স্কুল এর নোটিশ বোর্ড দেখতে হবে। এবং স্কুল এর whatsappgroup দেখতে হবে ।
১) মাস্ক পরা বাধ্যতা মূলক।
২) পা ঢাকা জুতো পরে আসতে হবে ।
৩) টিফিন আনতে হবে ।
৪) জলের বোতল সঙ্গে আনতে হবে ।
৫) সঙ্গে একটি SANITIZER রাখতে হবে ।
৬) প্রত্যেকে নিজের বই ও অন্যান্য লিখন ও পঠন সামগ্রী সঙ্গে আনবে ।
৭) বাড়িতে কারও শরীর খারাপ হলে বিদ্যালয়ে আসবে না ।